বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সিনিয়র সাংবাদিকদের সুস্থতা কামনায় খুলনা গেজেটে দোয়া

নিজস্ব প্রতিবেদক

খুলনার অসুস্থ সাংবা‌দিক‌দের আশু সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা গেজেট পরিবারের পক্ষ থেকে বার্তা বিভাগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে খুলনার সিনিয়র সাংবাদিক এ কে হিরু, বেগম ফেরদৌসী আলী ও গোলাম মোস্তফা সিন্দাইনীসহ অসুস্থ সাংবাদিকদের আশু রোগমুক্তি কামনা করা হয়। এছাড়া খুলনা গে‌জে‌টের যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলমের জন্ম‌দি‌নে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, অবসরপ্রাপ্ত সিনিয়র ব্যাংক কর্মকর্তা হাবিবুল্লাহ খান, খুলনা গেজেটের যুগ্ম বার্তা সম্পাদক হাসান হিমালয়, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, নিজস্ব প্রতিবেদক একরামুল হোসেন লিপু, মনিরুল ইসলাম সাগর, আয়শা আক্তার জ্যোতি, তানভীর আহমেদ, এমএ সাদীসহ খুলনা গেজেটের কর্মকর্তা-কর্মচারীরা।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন