বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর হরিনটানাধীন মোস্তর মোড় সংলগ্ন বাইপাস রোডের সরকারি গরুর খামারের সামনে মোটরসাইকেল চালক তন্ময় হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক খালিশপুরের কাশিপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। শনিবার (২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নগরীর জিরো পয়েন্ট থেকে মোস্তর মোড়ের দিকে তন্ময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ডাম্পার ট্রাকের পিছনে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল থাকা চালক তন্ময় ছিটকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাঁর পিছন থেকে ছুটে আসা আরেকটি মোটরসাইকেল একইভাবে মোটরসাইকেলকে পেছন থেকে মেরে দিলে মোটরসাইকেলের থাকা চালক জয় (১৮) পিতা:-রুবেল খালিশপুর খুলনা মুখে আহত হন। স্থানীয় লোকজন তাদের  গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে  তন্ময়কে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল  চালক আহত জয় (১৮)কে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তার মৃতদেহটি হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন