বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুন গাজী (৩২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মামুন গল্লামারী এলাকার বাবুুল গাজী ছেলে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে  খুলনা মহানগরীর সদর থানাধীন মিস্ত্রিপাড়া এলাকায় রথীন্দ্রনাথের নিচ তলায় বাসায় এ ঘটনা ঘটে। তিনি  রাজমিস্ত্রি কাজ করার সময় ফ্লোরে বৈদ্যুতিক তারে লিকেজ থাকায়  বৈদ্যুতিক শকে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেললে । তার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা ঘটনাস্থান থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।  জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে দুইটার দিকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন