বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ইসলামী আন্দোলনের দাওয়াতি পক্ষের উদ্বোধন

গেজেট ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় কেন্দ্রীয় কর্মসূচির দেশব্যাপী ঘোষিত দাওয়াতির উদ্বোধন হয়েছে ।  নগরীর পাওয়ার হাউজ মোড়ে দলের খুলনা মহানগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।

দাওয়াতি পক্ষের উদ্বোধন অনুষ্ঠানে এ্যাড. মনিরুল ইসলাম সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, আবু তাহের, জয়েন্ট সেক্রেটারী মো. আবু গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, আবুল কাশেম, এ্যাডঃ কামাল হোসেন, মাওঃ নাসিম উদ্দিন, সরোয়ার বন্দ, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, গাজী মিজানুর রহমান, মো. কবির হোসেন, আব্দুস সালাম, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সেক্রেটারী ইব্রাহিম ইসলাম খাঁন, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি মো. ইমরান হোসেন মিয়া সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলনের মো. হাবিবুল্লাহ মেজবাহ, মোহাম্মদ ইউসুফ গাজী প্রমুখ ।

নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীর বিভিন্ন স্থানে দলের লিফলেট বিতরণ করেন । – খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন