বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বটিয়াঘাটায় হত্যা মামলার আসামি ইয়াবাসহ আটক

বটিয়াঘাটা প্রতিনিধি

কেএমপির গোয়েন্দা পুলিশের একটি দল গত মঙ্গবার(১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটার লবনচরা গল্লামারী লিনিয়ার পার্কের সামনে ডিবির অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের ৩৩ হাজার টাকা সহ হত্যা মামলার আসামি মিরাজ তালুকদার (২৫) কে গ্রেপ্তার করেছে। সে বটিয়াঘাটা উপজেলার কচুবুনিয়া মল্লিকের মোড় এলাকার মৃত: শামসুল হক তালুকদারের পুত্র।

গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য অ্যামফিটামিন যুক্ত ইয়াবা নামক ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত মো. মিরাজ তালুকদার’র বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি হত্যা এবং ০১ টি মাদক মামলা সহ সর্বমোট ০২ টি মামলা রয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন