বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

প্রখ্যাত আলেম মুনাওয়ার হুসাইন আল মাদানীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনার প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ মাওলানা মুনাওয়ার হুসাইন আল মাদানী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃতু্কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য ছাত্র, গুনগ্রাহী রেখে গেছেন।

মাওলানা মুনাওয়ার হুসাইন আল মাদানী খুলনা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন। একই সঙ্গে সৌদি সরকারের মুবাল্লিগ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান সময়ের অসংখ্য আলেম তার ছাত্র।

খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম যাকারিয়া জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায়  খুলনা আলিয়া মাদ্রাসায় মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজার নামাজ বাদ জুমা (দুপুর ৩টায়) নিজ বাড়ি ওলামাগঞ্জ মোড়েলগঞ্জ অনুষ্ঠিত হবে। পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন