বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় জাল টাকাসহ নারী গ্রেপ্তার

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ৪০ হাজার টাকার জাল নোটসহ মোছাঃ নূরজাহান খাতুন (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর পুলিশ বক্সের সামনের পাঁকা রাস্তার উপর থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামীর হেফাজতে থাকা ৪০(চল্লিশ) টি এক হাজার টাকা মূল্য মানের বাংলাদেশী জাল নোট উদ্ধার করা হয়।

ধৃত মোছাঃ নূরজাহান খাতুন (৩৭) উপজেলার শিববাটীর ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা শরফত মোল্যার মেয়ে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ এ ঘটনায় এসআই (নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে পাইকগাছা থানায় ধৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন