সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় পাটকল শ্রমিক রাজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক ও দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকায় রাজন (২০) নামের পাটকল শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্বরা। আজ বৃহস্পতিবার সকালে তাকে পিটিয়ে জখম করেছিল। রাতে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাজন দিঘলিয়ার চন্দনীমহল ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইউসুফ মোল্যার ছেলে। পিটিয়ে হত্যায় অভিযুক্ত আব্দুর রহমান ও আব্দুর রহিম নামের সহোদরকে খুঁজছে পুলিশ।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মন্ডল জুটমিল শ্রমিক আব্দুর রহমান (১৮) ও আব্দুর রহিম (২০) মিলের অভ্যন্তরের তুচ্ছঘটনাকে কেন্দ্র করে বেধড়ক মারপিট করে রাজনকে। এতে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন। রাতে রাজনের মৃত্যু হয়েছে। এখনো কেউ অভিযোগ বা এজাহার দাখিল করেনি, তবুও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন