বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

রেনেসাঁ স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

খানজাহান আলী থানাধীন তেলিগাতীর ঐতিহ্যবাহী রেনেসাঁ স্পোর্টিং ক্লাবের কমিটি গঠনের লক্ষে এক জরুরি সভা মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও যোগীপোল ইউপি সদস্য জি এম এনামুল কবির। ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহাবু্দ্দিন আহমেদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মোঃ ফয়সাল হোসেনকে আহবায়ক এবং মোঃ রবিউল ইসলাম পারভেজকে সদস্য সচিব মনোনীত করা হয়। সভায় ক্লাবের বর্তমান, সাবেক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন