Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আ’লীগের জাতীয় নেতৃবৃন্দের রুহের মাগফিরাত ও সাবেক সংসদ সদস্যের সুস্থ্যতা কামনায় দোয়া

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, সাবেক এমপি এড.
শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র কণিষ্ঠপুত্র এসএম আহাদুজ্জামান সাঈফি’র সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানের মাঝেই এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। যার জন্য দোয়া অনুষ্ঠানে তার মৃত্যুর খবর শুনে সবাই কান্নায় ভেঙ্গে পড়েন। উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুর খবর শুনে দোয়া অনুষ্ঠানেই আবেগ আপ্লুত হয়ে পড়েন বর্তমান ও সাবেক সংসদ সদস্য সহ উপস্থিত নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি এড. সোহরাব আলী সানা, সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, সাবেক জেলা আওয়ামী লীগ নেতা ও বিএমএর দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক ময়নুল ইসলাম, জিএম ইকরামুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, শেখ বেনজির আহমেদ বাচ্চু, বিভূতি ভূষণ সানা, শেখ ইকবাল হোসেন খোকন, কাজল কান্তি বিশ্বাস, নির্মল বৈদ্য, মঙ্গল মন্ডল, শেখ আনিছুর রহমান মুক্ত, স্বেচ্ছাসেবকলীগ নেতা তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, দ্বীজেন্দ্রনাথ মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, নাজমা কামাল, জুলি শেখ, খুকু মনি, কেডি বাবু, আকরামুল ইসলাম, ছাত্রলীগনেতা পার্থ প্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, বিনা লাবণী, মোহাম্মদ আলী, রসুল, প্রান্ত ঘোষ, সালাউদ্দীন কাদের, অহিদুজ্জামান ও সাইফুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শেষে গাজী মোহাম্মদ আলীর খুলনাস্থ বাসভবনের উদ্দেশ্যে বের হন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

খুলনা্ গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন