বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় বেঙ্গল এইডের ফলজ,বনজ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল এইডের পক্ষ থেকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিস্থিতি মোকাবেলা ও ডেল্টা প্লান বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়।

সোমবার (১৫ জানুয়ারি) দিঘলিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলহাজ্ব সারোওয়ার খান ডিগ্রী কলেজ প্রাঙ্গনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসিফ আলতাফ, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, আল কুরআন ক্যাডেট মাদ্রাসার পরিচালক মুফতি নাঈম আশরাফ, অধ্যাপক লোকমান হোসেন, অধ্যাপক মুনিবুর বহমান, অধ্যাপক অনুপ কুমার, খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রওশনারা রিনি, বেঙ্গল এইডের সভাপতি সাবেক ছাত্রনেতা ফোরকান আহমেদ রনি, মোঃরিয়াজুল ইসলাম, ফয়সাল হোসেন, আবু ওবায়দা, সাব্বির হোসেন, সুলতান সালাউদ্দিন আরিফ, আবুল কালাম প্রমূখ।

খুলনা গেজেট/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন