বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সাংবাদিক গাজী মনিরের মায়ের ইন্তেকাল

গেজেট ডেস্ক

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ইংরেজী দৈনিক ‘দি ডেইলী সান’-এর খুলনা জেলা প্রতিনিধি, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার গাজী মনিরুজ্জামানের মাতা আনোয়ারা বেগম (৮৫) আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

আজ শুক্রবার বাদ আছর স্থানীয় জামে মসজিদে নামাজে জানাযা শেষে তাকে খুলনা জেলার কয়রা থানার ঘুগরাকাটি গ্রামের নিজবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি সাত ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী, আত্নীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিভিন্ন মহলের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন