Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনার মীম নার্সিং হোম বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর কয়েকটি বেসরকারি ক্লিনিকে আজ বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় মীম নাসিং হোমকে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়।

প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্স না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং ক্লিনিক পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

“মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২”-এর বিধি মোতাবেক এই দন্ডারোপপূর্বক ৫ দিনের মধ্যে রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করে ক্লিনিকটি বন্ধ করে দিতে নির্দেশ দেয়া হয়। মোবাইল কোর্টের অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান ও সেটু কুমার বড়ুয়া।

এ অভিযানে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও খুলনা সদর থানা পুলিশ সহযোগিতা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।

খুলনা গেজেট/এআইএন/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন