Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় করোনা উপসর্গে একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯

নিজস্ব প্রতিবেদক

খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আই‌সো‌লেশন সেন্টারে উপসর্গ নি‌য়ে এ‌কেএম ফারুক (৬৮) না‌মে একজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে।
বৃহস্প‌তিবার (১৬ জুলাই) রাত ৯ টার দিকে তার মৃত‌্যু হয়। খু‌মেক হাসপাতা‌লের আবা‌সিক মে‌ডিকেল অ‌ফিসার ডাঃ মিজানুর রহমান জানান, ডুমু‌রিয়া উপজেলার আরশনগর এর বা‌সিন্দা গফুর মোড়ল এর প‌ুত্র এ‌কেএম ফারুককে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বিকাল ৪টার সময় খুলনা মে‌ডিকেল কলে‌জ হাসপাতালে নি‌য়ে আস‌লে করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে ভ‌র্তি করা হয়। সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত‌্যু হয়। করোনা পরীক্ষা করার জন‌্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে, খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে গত ২৪ ঘন্টায় আরও ৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনা ৬৯জন। এছাড়া বাগেরহাটের ৩জন এবং সাতক্ষীরা ও যশোরের একজন করে শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ আরও জানান, বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ২৮২জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে খুলনার নমুনা ছিল ২৫৯টি। মোট পজেটিভ এসেছে ৭৪জনের।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত খুলনায় করোনা আক্রান্ত ছিল ৩ হাজার ৩৭৪জন। এর মধ্যে নতুন করে ১৫১ জনসহ মোট সুস্থ হয়েছে ১৩১৯জন।

খুলনা গেজেট/এমবিএইচ/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন