খুমেক ল‌্যাবে নতুন করে ৭২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

খুমেকের আরটি-পিসিআর মেশিনে নতুন ক‌রে আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনায় আক্রান্ত হয়েছে ৬৪ জন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ‌্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, আজ বুধবার খুলনা মে‌ডিকেল কলেজের আর‌টি পি‌সিআর মে‌শিনে মোট ২৮২‌টি নমুনা পরীক্ষা করা হয়। এর ম‌ধ্যে খুলনার নমুনা ছিলো ২৫২টি। মোট পজেটিভ ৭২‌টি। খুলনার প‌জে‌টিভ ছিলো ৬৪টি। এছাড়াও খুমেকের ল্যাবে বাগেরহাটের ৫ জন, সাতক্ষীরার, যশোর ও পিরোজপুরের একজন করে রোগী শনাক্ত হয়েছে।

খুলনা গেজেট/এমবিএইচ/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন