Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আইনজীবী আব্দুল কাদিরের ইন্তেকাল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা আইনজীবি সমিতি ও খুলনা জেলা কর আইনজীবী সমিতির সদস্য এবং পল্লী বিদ্যুৎ গ্রাহক সমিতির সাবেক পরিচালক এড. আব্দুল কাদির (৬৩) মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নাইল্লাহি………রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।বিকালে মরদেহ পাইকগাছায় পৌছায় এবং আদালত চত্বরে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে জন্মস্থান রাড়ুলীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে জানাযায়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, আইনজীবী সমিতির সভাপতি এড. জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক শেখ তৈয়েব হোসেন নূর সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য, গত বেশ কিছুদিন আগে আব্দুল কাদির অসুস্থ্য হলে করোনা উপসর্গ নিয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার রিপোর্ট নেগেটিভ আসে বলে পরিবার সূত্র জানায়। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন