Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শেখ হাসিনার নির্দেশানুসারে দুর্যোগের সময়ে দুর্গত মানুষের পাশে থাকতে হবে : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘করোনায় আতংকিত হওয়ার কিছু নেই। শুধুমাত্র সতর্কতার সাথে নিজেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে নিজে যেমন সুস্থ্ থাকা যাবে তেমনি সমাজ ও দেশকে ভাইরাস মুক্ত রাখা যাবে।’

তিনি বলেন, ‘হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় কারো কোন সমস্যা হলে সংশ্লিষ্ট ওয়ার্ডের আ’লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই আ’লীগের নেতাকর্মীদের দায়িত্ব।’ তিনি দলের নেতাকর্মীদের দুর্যোগের সময়ে দুর্গত মানুষের পাশে থাকার আহবান জানান।

সকালে ১৯, ২৪ ও ২৬ নং ওয়ার্ডে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগ সাবেক সহ-সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, সাবেক কোষাধ্যক্ষ শেখ নুর মোহাম্মদ, শেখ আব্দুল আজিজ, মঈনুল ইসলাম নাসির, মো. জাহিদুল হক, শেখ মো. রুহুল আমিন, আতাউর রহমান শিকদার রাজু, মো. মোতালেব মিয়া, মো. সাবির খান, আব্দুস সালাম ফরাজী, মিন্টু ফকির, মো. লিটু, শেখ মো. আরাফাত হোসেন শুভ, মোস্তাফিজুর রহমান বাবু, মো. হেলাল হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময়ে প্রতি ওয়ার্ডে করোনায় ক্ষতিগ্রস্থ একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন