Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় ৩ হাজার ছাড়াল করোনা রোগী, মৃত্যু ৪৪

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীসহ জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার পেরিয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯১১ জন এবং মারা গেছেন ৪৪ জন।রবিবার খুলনা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে করোনা শনাক্তদের মধ্যে নারীদের তুলনায় পুরুষের সংখ্যাই বেশি বলে জানা যায়। সূত্রটি আরও জানায়, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩হাজার ৩৫ জন। এর মধ্যে ১ হাজার ৯২৭ জন পুরুষ, ৮৫৬ জন মহিলা ও ১৫৪ জন শিশু।আক্রান্তদের ৬৬ শতাংশই পুরুষ, নারী ২৯ শতাংশ ও শিশু ৫ শতাংশ।
সর্বাধিক ২ হাজার ৩৭০ জন রোগী মহানগরীর। এছাড়া দাকোপ উপজেলা এলাকার ৫৯ জন, বটিয়াঘাটায় ২৯ জন, রূপসায় ১১৭ জন, তেরখাদায় ৩৪ জন, দিঘলিয়ায় ৭০ জন, ফুলতলায় ১৩৩ জন, ডুমুরিয়ায় ৬৩ জন, পাইকগাছায় ৪৬ জন ও কয়রাউপজেলায় ১৬ জন রোগী রয়েছেন।

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন