Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় আ’লীগ নেতার সুুস্থতা কামনা

নিজস্ব প্রতিবেদক

৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার বিশিষ্ট শিল্পপতি আওয়ামী লীগ নেতা শেখ মজনু হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান অনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নেতৃবৃন্দের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, আ’লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, নুর ইসলাম বন্দ, সদর থানা আ’লীগের সভাপতি এড. মো. সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খুলনা সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, ২৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি চৌধুরী মিনহাজ উজজামান সজল, সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন