Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুমেক ল‌্যা‌বে ৯১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় আরও ৯১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যারমধ্যে ৫৮ জনই খুলনার। মঙ্গলবার (১৭ আগস্ট) খু‌মে‌কের পি‌সিআর ল‌্যাব থে‌কে এ তথ‌্য জানা‌নো হয়।
খুমেকের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, খুমেক আরটি-পিসিআর মেশিনে মঙ্গলবার মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ১৬৯টি। এদের মধ্যে মোট ৯১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৫৮ জন খুলনার। এছাড়াও খুমেকের ল্যাবে বা‌গেরহাটের ১৬, সাতক্ষীরা ৬, নড়াই‌ল ১, য‌শো‌রের ৬ জ‌ন, ঝিনাইদহ ১ ও জামালপু‌রের১ ১ জ‌নের ক‌রোনা শনাক্ত হয়ে‌ছে।

খুলনা গেজেট/এমবিএইচ/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন