বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় চুরির মালামালসহ চোর আটক

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে শাহাপুর এলাকা থেকে চুরি হওয়া মালামালসহ এক চোরকে আটক করা হয়েছে।সোমবার(২৩ আগষ্ট) আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগষ্ট দিবাগত রাতে থানার থুকড়া গ্রামস্থ জনৈক মোল্লা মোহাম্মাদ জাহাঙ্গীর আলম (৪৬) এর বসতঘর ও গোয়ালঘর থেকে ধৃত চোর শাহাপুর গ্রামের সিজার হালদার(২৮) ও তার সহযোগিরা মটর পাম্প ও হাড়ি-পাতিল চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করে দেয়। বিষয়টি জানতে পেরে জাহাঙ্গীর আলম চোর সিন্ডিকেটের হোতা সিজারসহ তার আরো ৪ সহযোগির নামে থানায় একটি চুরি মামলা দায়ের করে।পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে সিজারকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্য আসামীরা পালিয়ে যায়। এ সময় চুরি হওয়া মোটর পাম্প ও হাড়ি-পাতি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মালামাল জব্দসহ ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন