বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনার সকল পার্ক জনস্বার্থে খুলে দেয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক

সরকারি নির্দেশনা মোতাবেক খুলনা সকল পার্ক খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে গ্লোবাল খুলনার উদ্যোগে খুলনার শহীদ হাদিস পার্কের সামনে প্রবীণ নাগরিকসহ খুলনার বিভিন্ন স্বাস্থ্য সচেতন নাগরিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, আব্দুল হালিম খান, এম এ মজিদ, জালাল উদ্দিন খান, মোঃ বদরুল, মোঃ কবির মৃধা, কবির হোসেন ,আব্দুর রহিম, মিজানুর রহমান লাবু, কামাল হোসেন, আবু হোসেন, আব্দুস সালাম, দীন মোহাম্মদ, নরেশ চন্দ্র হালদার, সত্যজিত দেবনাথ, সঞ্জয় রায়, তানভীর, আসিফ ইকবালসহ অনেকে।

মতবিনিময়ে গ্লোবাল খুলনার বিভিন্ন দেশে অবস্থানকারী কো অর্ডিনেটর গণ সমর্থন জানিয়েছেন এবং খুলনার শহীদ হাদিস পার্ক, জাতিসংঘ পার্ক, লিনিয়ার পার্ক সহ সকল পার্ক খুলে দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, প্রবীন নাগরিক, মহিলাসহ বিভিন্ন বয়সী স্বাস্থ্য সচেতন মানুষ রাস্তায় হাটা বা ব্যায়াম করার সময় যে কোন ধরনের দূর্ঘটনায় পতিত হতে পারে এর সাথে আছে যানবহন চলাচলের কারণে রাস্তার ধূলোবালি ও অপরিচ্ছন্ন পরিবেশ। যার কারণে সকলের স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ছে। তাই অবিলম্বে খুলনার সকল পার্কগুলো খুলে দেয়া প্রয়োজন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন