বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

রূপসার শিয়ালী ঘটনায় তিন আসামিকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার রূপসা থানাধীন শিয়ালী গ্রামে দূর্বৃত্তদের হামলায় মন্দির, দোকানপাট ও বাড়ীঘর ভাংচুর এর ঘটনায় জড়িত আরও তিন আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

১২ আগস্ট রাত সাড়ে ১০টায় র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল ওই ঘটনার ভিডিও ফুটেজ ও ছায়া তদন্ত করে ঘটনার সাথে জড়িত  মোঃ রসুল শেখ (৩৫), পিতা-মোঃ ওমর আলী শেখ, মোঃ কামাল সিকদার @ লিয়ন সিকদার (৩১), পিতা-মৃত নুরু সিকদার, মোঃ আরিফুল সিকদার @ কালু (৩০), পিতা-মৃত মহম সরদার, সকলের সাং-চাঁদপুর, থানা-রূপসা, জেলা–খুলনাদেরকে জেলার রূপসা থানাধীন শিয়ালী গ্রাম থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মামলার ঘটনার সাথে জড়িত আছে বলে স্বীকার করেছে। এছাড়াও তারা ওই ঘটনার সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের দেওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন