বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

পুনাকের আয়োজনে ‘সামাজিক বনায়ন কর্মসূচি’র ভার্চুয়ালি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশ ও পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) আয়োজনে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বিপিএম (বার) ড. বেনজীর আহমেদ পুনাক বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে ‘সামাজিক বনায়ন কর্মসূচি’র ভার্চুয়ালি উদ্বোধন করেন।

এই মৌসুমে যত পারুন গাছ লাগান,
পরিবেশ রক্ষায় আত্মনিবেদন করুন,
অর্থনৈতিকভাবেও সাবলম্বী হোন। – এই স্লোগান নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১১ আগস্ট) শিরোমণি খুলনা জেলা পুলিশ লাইন্স থেকে খুলনা রেঞ্জ ডিআইজি (বিপিএম-বার) ড. খঃ মহিদ উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুনাক’র উপদেষ্টা ডাঃ ফাতিমা জেসমিন, খুলনা জেলা পুনাক’র সভানেত্রী মোসা. তাহমিনা আক্তারসহ পুনাকের অন্যান্য সদস্যরা। পরবর্তীতে পুলিশ লাইন্সে বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। খুলনা জেলা পুলিশের প্রতিটি ইউনিটে বৃক্ষরোপন কর্মসূচি চলমান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন