বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় করোনায় আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা গত ২৪ ঘন্টায় মহানগরীর তিনটি হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন, শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, খুলনার বটিয়াঘাটার রাবেয়া (৫০), একই থানা এলাকার বকরাম হোসেন (৭০), ঝালকাঠির রাজাপুরের হাসান আলী (৭৫), বাগেরহাটের চিতলমারীর মোশাররফ শেখ (৯০)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন। যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৩৩ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় দুজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, নগরীর দৌলতপুর কারিকরপাড়ার মোমেনা বেগম (৫২) ও দেয়ানার ফজলুর রহমান (৯০)।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৮ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ৮ জন। গত ২৪ ঘন্টায় ২ জন ভর্তি হয়। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে কোন রোগির মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। তার মধ্যে ১০ জন পুরুষ আর ১২ জন নারী। গত ২৪ ঘন্টায় ২ জন রোগি ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নগরীর সামসুর রহমান রোডের তরফদার আব্দুল মোতালেব (৫৫) নামে এক রোগির মৃত্যু হয়েছে।

হাসপাতালে ৫০ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসায় রয়েছেন ১০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগির মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। আইসিইউতে চারজন এবং এইচডিইউতে ২ জন রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন