বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যৌন হয়রানির দায়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

যৌন হয়রানির দায়ে মোঃ জাকির হোসেন (৩৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব- ৬ এর একটি অভিযানিক দল। তার নাম । সে লবনচরা থানার এলাকার মোঃ জালাল শেখের ছেলে। শুক্রবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১ টায় তাকে জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা।

র‌্যাব সূত্রে জানা গেছে, রাতে টহল দেওয়ার সময় জিরো পয়েন্ট ময়ূর খালের উপর দক্ষিণ পাশ্বে এক মহিলার চিৎকার শুনতে পায়। সেখানে পৌঁছামাত্র ভিকটিম অভিযোগ করেন যে অভিযুক্ত ব্যক্তি তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌন হয়রানি ও শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা একটি অটোরিক্সা, একটি মোবাইল ও দু’টি সিমকার্ডসহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে লবনচরা থানায় মামলা দায়ের করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন