বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় করোনাক্রান্ত হয়ে সাবেক কৃতি ফুটবলারের মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা বাজারস্থ হাজী মার্কেটের স্বত্তাধিকারী মৃতঃ আঃ হামিদের পুত্র এবং সাবেক কৃতি ফুটবলার আবুল হাসান বাচ্চু (৫২) বুধবার দিবাগত রাত আড়াই টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১০টায় হাজীবাড়ির আঙিনায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, প্রভাষক আঃ হালিম, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, আঃ গনি, আঃ রউফ, ডাঃ রবিউল ইসলাম, সাবেক ব্যাংকার আঃ জলিল, আনছার আলী প্রমুখ।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন