বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

জেলা যুব মহিলা লীগের আহবায়ক সেলিনা আক্তারের মেয়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এ্যাড. সেলিনা আক্তার পিয়ার বড় মেয়ে পিংকি করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের জটিলতা নিয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাইলাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)।

খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি এ তথ্য নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী সহ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

অনুরূপ সমবেদনা জানিয়েছেন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এ্যাড. জেসমিন পারভিন জলি, যুগ্ম আহবায়ক এ্যাড. মাহমুদা ফারজানা সেতু সহ সকল নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন