বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুমেক ল্যাবে করোনা শনাক্তের হার ৪৩.৩১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ৩১ শতাংশ। বুধবার (৬ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ২৬২টি নমুনা পরীক্ষায় নতুন করে ১১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ২৭ জন, যশোরের পাঁচজন, নড়াইলের ১২ জন, ঝিনাইদহের আটজন, গোপালগঞ্জের একজন ও পিরোজপুরের একজন রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন