শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

হরিণাকুন্ডুতে করোনা উপসর্গে একজনের মৃত্যু

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাদহের হরিণাকুন্ডুতে করোনা উপসর্গ নিয়ে শরাফত হোসেন (৬৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়। তিনি উপজেলার চরপাড়া গ্রামের মৃত-পিজির মন্ডলের ছেলে।

মৃত ব্যক্তির ভাতিজা হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন জানান, তার চাচা ঈদের পরদিন থেকে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত ১১ টার দিকে হঠাৎ তার স্বাসকষ্ট দেখা দেয়। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হানিফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে রাত ৩ টার দিকে পারিবারকি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তি ঈদের পরদিন থেকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত উপজেলায় ৩০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৫ জনের পজেটিভ ও ২৪৫ জনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। সুস্থ্য হয়েছেন ২৮জন।

ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, মৃত ব্যক্তির বাড়িসহ ওই এলাকার ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন