Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মহেশপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কারসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মহেশপুর থানাধীন দত্তনগর ফাঁড়ী পুলিশের ইনচার্জ এস আই সহিদুর রহমান, এএসআই রাজুসহ সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে চার রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা মেট্রো খ ১৩- ৩৮৪৬ প্রাইভেটকারটি তল্লাশি করে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

এ সময় প্রাইভেটে থাকা ড্রাইভার উপজেলার বাঁশবাড়ীয়া ইউপির ভাবদিয়া খেজুর বাগান পাড়া গ্রামের তৈয়ব ফকিরের ছেলে নাজমুল হুসাইন ফকির (২৪) ও শ্যামকুড় ইউপির পদ্মপুকুর কাঁঠালবাগান পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম (২১) কে গ্রেফতার করা হয়। এঘটনায় তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন কোটচাঁদপুর সার্কেল অফিসার মোঃ মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন