বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহ ও যশোরে ইয়াবাসহ চার মাদক বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের শৈলকুপা ও যশোরের মনিরামপুর এলাকা থেকে পৃথক অভিযানে ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এসব ঘটনায় রবিবার (২৬ জুলাই) মামলা হয়েছে।
র‌্যাব-৬ সূত্র জানিয়েছেন, ঝিনাইদহের শৈলকুপা নতুন বাজার এলাকা থেকে গ্রেফতারকৃতরা হল ঝিনাইদহের শৈলকুপা কবিরপুর এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে মোঃ স্বপন শেখ (৩৫), স্থানীয় কেওয়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে মোঃ বাচ্চু মন্ডল (৪৮) ও রাজবাড়ীর পাংশার ভাতপাশা এলাকার মোঃ আব্দুর করিমের ছেলে শহর আলী (৩২)। তাদের কাছ থেকে ২৫০পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৪ হাজার ২০০টাকা জব্দ করা হয়েছে। এঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে।


অন্যদিকে, যশোরের মনিরামপুর দিঘীরপাড় এলাকা থেকে ২০৬পিস ইয়াবাসহ মোঃ রুবেল হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়। সে কেশপুরের চাঁদগা এলাকার তোফাজেল মোড়লের ছেলে। এঘটনায় মনিরামপুর থানায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন