শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নিজস্ব প্রতি‌বেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি মার্কাস মসজিদের সামনে ট্রাক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় টার্মিনাল টু আরাপপুর এবং আরাপপুর টু টার্মিনাল গামী দুটি মালবাহী ট্রাকের মধ্যে এই বিধ্বংসী সংঘর্ষ ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে বিকট শব্দে এলাকার মানুষজন ছুটে আসেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন রবিউল ইসলাম (৫০)। তিনি মাগুরা জেলার শালিকা থানার সিংড়াবাজার এলাকার বজলুর রহমানের ছেলে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

এই ঘটনার জেরে টার্মিনাল-আরাপপুর রুটে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক দুটিকে সরানোর ব্যবস্থা করে। এই দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন