ঝিনাইদহের কালীগঞ্জ বাস টার্মিনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একটি গাড়িকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, টার্মিনালে শিক্ষার্থীদের নামানোর সময় শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি পেছন দিক থেকে এসে বিশ্ববিদ্যালয়ের ‘দোতলা’ গাড়িটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শিক্ষার্থী, স্থানীয় শ্রমিক এবং পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হলে পরিবহন শ্রমিকদের কয়েকজন বিশ্ববিদ্যালয় গাড়ির ড্রাইভারকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও অন্যান্য চালকরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাটি থানায় জানানো হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, টার্মিনালে দীর্ঘদিন ধরেই যানজট, বিশৃঙ্খলা ও গাড়ি পার্কিং– সংক্রান্ত সমস্যা চলছে। এসব কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ও উত্তেজনা তৈরি হয়। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
খুলনা গেজেট/এএজে

