শনিবার । ২২শে নভেম্বর, ২০২৫ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আসামি বলবেই বিচার সঠিক হয়নি: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

সকল তথ্য–প্রমাণের ভিত্তিতেই শেখ হাসিনার বিচার হয়েছে। আসামিপক্ষের আপিল করার সুযোগ রয়েছে। আসামি পক্ষ সবসময়ই বলতে চেষ্টা করবে- বিচার সঠিক হয়নি। তবে রায়ের বিরুদ্ধে তাদের আপিলের সুযোগ আইনেই দেওয়া আছে। রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে ‘বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা’ বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে যে তথ্য–প্রমাণ এসেছে তা দেখলে পৃথিবীর যেকোনো আদালতই বলবে তারা দোষী। “শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয়,” উল্লেখ করে তিনি বলেন, “আমি দেখছি- মাত্র ২০ দিনে ১৪ শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।”

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার সব স্কুল-কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন