শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

ঝিনাইদহ সীমান্তে দালালসহ ৭ বাংলাদেশি আটক

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার (১৫ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটকদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। তারা গোপালগঞ্জ, বরিশালসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ খোসালপুর, কুমিল্লাপাড়ার টহল দল সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারকারীসহ ৭ জন বাংলাদেশিকে আটক করা হয়।

অন্যদিকে, মেদিনীপুর, নিমতলা, নতুনপাড়া বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৩০ বোতল ভারতীয় মদ, ১৫ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিদের যশোর জাস্টিস এন্ড কেয়ারে পাঠানো হবে। এছাড়া অন্যদেরকে আদালতে সোপর্দ করা হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন