ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এ অজ্ঞাত (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার উপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এই নারী মানসিক প্রতিবন্ধি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।
খুলনা গেজেট/এনএম

