বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশে আটক ৫

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশেরদ্বায়ে নারী-পুরুষ-শিশুসহ ৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন, কুষ্টিয়া জেলার খোকসা থানার একতাপুর ঈশ্বরদী গ্রামের বুদ্ধিশ্বর বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাস।

৫৮ সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকালে বাঘাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা সবাই ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। তাদের মধ্যে পুরুষ-১, ২ নারী এবং ২ শিশু রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তরের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন