সোমবার । ১লা ডিসেম্বর, ২০২৫ । ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২

ঝিনাইদহ সীমান্তে আটক ৫

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের দায়ে নারী-পুরুষসহ ৫জনকে আটক করেছে বিজিবি। সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- যশোর জেলার বাঘারপাড়া থানার দরাজহাট গ্রামের তিলক কুমার পালের ছেলে মোহন কুমার পাল, ফরিদপুর জেলার ভাংগা থানার আজিমনগর গ্রামের খোকন কাজীর ছেলে সজিব কাজী (২৩) এবং ঝালকাঠী জেলার রাজাপুর থানার নৈকাঠী গ্রামের এনায়েত হোসেনেরে ছেলে মো. জাফরান (৩১) ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৬০-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিনজিরাপাড়া গ্রামে থেকে তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা। এদের মধ্যে দুইজন নারী ও ৩ জন পুরুষ। তারা সবাই বাংলাদেশি নাগরিক।আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন