মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

এন্টিভেনাম দেওয়ার পরও বাঁচানো গেল না হৃদয়কে

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় হোসেন ওই গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে। সে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, রাতে নিজ ঘরের বিছানায় ঘুমিয়ে ছিল হৃদয় হোসেন। সে সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। টের পেয়ে রাতেই তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। কুষ্টিয়ায় নেওয়ার পর ভোরে মারা যায় হৃদয়।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন বলেন, রাতে ওই ছাত্রকে হাসপাতালে আনার পর এন্টিভেনম দেওয়া হয়েছিলো। সে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে কুষ্টিয়ায় রেফার্ড করি।

শৈলকূপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি আসলে হৃদয়বিদারক।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন