ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকার একটি তালাবদ্ধ দোকানঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের গোপীনাথপুর এলাকা থেকে তাসলিমা খাতুন (৪০) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী লাল মিয়া।
পুলিশ ও স্বজনরা জানায়, গোপিনাথপুর গ্রামের কাঠমিস্ত্রী লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান ঘরে ফার্নিচার তৈরি করেন। সকালে লালমিয়া দোকানে এলে বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা দোকানে আসে। বিকেলে তার ছেলে বাড়িতে এসে বাবা মায়ের খোঁজ না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে আজ রাত সাড়ে আটটার দিকে দোকানঘরের ভিতর তাসলিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী লাল মিয়া। পারিবারিক কলহের জেরে এ হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হতে পারে। তার স্বামী লাল মিয়াকে মুঠোফোনেও পাওয়া যায়নি এবং ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
