ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় ভ্যানচালক বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও তার ছেলে ইজাজুল।
ঘাতক শিমুল পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জাহাঙ্গীর আলম ভ্যান নিয়ে গোয়ালপাড়া বাজারে ছিলেন। নামাজ পড়তে যাবেন বলে যাত্রী নিতে রাজি না হলে শিমুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিমুল হাতে থাকা দা দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে ইজাজুলের ঘাড়ে কোপ বসায় ঘাতক। পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেফতাহুল জান্নাত বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
