বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহ সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬জন বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত দিয়েছে বিএসএফ । সোমবার (২২ সেপ্টেম্বর) পৃথক ঘটনায় মহেশপুর উপজেলার পৃথক দুই সীমান্ত দিয়ে বিএসএফ’র কাছে আটক এসব বাংলাদেশি নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস নোটে জানান, বিকেল ৫টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন বাংলাদেশি এক নারী ও একজন পুরুষকে হস্তান্তর করে । সীমান্ত পিলার ৬০/৩১-আর (পিলার) এর নিকট শূন্য লাইন বরাবর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সংগঠিত হয় ।

অন্যদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে উপজলার বাঘাডাংগা সীমান্ত দিয়ে ২ নারী এবং ২ শিশুকে হস্তান্তর করে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ সুন্দরপুর বিএসএফ ক্যাম্প কমান্ডার । উল্লিখিত ব্যক্তিদেরকে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।

 

খুলনা গেজেট/এমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন