ঝিনাইদহ সদর হাসপাতালে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত সুজন মাল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগে তার মৃত্যু হয়।
সুজন মাল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া গ্রামের কাশেম মালের ছেলে। তবে বিবাহসূত্রে তিনি ঝিনাইদহ শহরের পাওয়ার হাউজপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর হাসপাতালের শিশু বিভাগের এক রোগীর স্বজনের ব্যাগ থেকে ৪০০ টাকা চুরির সময় সুজনকে হাতেনাতে ধরে ফেলেন রোগীর স্বজনরা। এ সময় তারা ও আশপাশের উৎসুক লোকজন মিলে তাকে হাসপাতালে শিশু বিভাগে প্রথমে মারধর করে। পরে তাকে টেনে-হিঁচড়ে হাসপাতালের নিচে টিকিট কাউন্টারের সামনে নিয়ে এসে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে বৃহস্পতিবার সকালে সুজন মাল তার শ্বশুরবাড়ি গেলে সেখান থেকেও তাকে তাড়িয়ে দেয়া হয়। এরপর ওই দিন দুপুরে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তাকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে