ঝিনাইদহ সদরের রুপদাহ গ্রামে বিদ্যুতের পিলার ভাঙা নিয়ে বিরোধের জেরে মারামারিতে অন্তত ৫ জন আহত হয়েছে। সে সময় ভাংচুর করা হয় ৫টি বাড়ি ও ১টি দোকান। শুক্রবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, প্রায় ৮ মাস আগে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের রুপদাহ গ্রামে রাতের আধারে কে বা কারা একটি বিদ্যুতের পিলার ভেঙে ফেলে। এ নিয়ে পোড়াহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বক্কার বিশ্বাস এবং ওই ওয়ার্ডের সাবেক সভাপতি ফজলু মন্ডল গ্রুপের সমর্থকরা বসে বিষয়টি মিমাংশা করে। মিমাংশার পরও এই দুই গ্রপের মধ্যে আধিপত্যের বিরোধ বিদ্যমান ছিল। এরই জেরে আজ সকালে ফজলু মন্ডলের সমর্থকরা আবুবকরের সমর্থকদের উপর হামলা করে। সে সময় ভাংচুর করা হয় বাড়ি ও দোকান।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে মারামারির সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি, কাউকে আটকও করা হয়নি।
খুলনা গেজেট/এনএম