Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনজিরা খাতুন (৬০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পারদখলপুর গ্রামের আবু ছালের স্ত্রী। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ওই গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মিল্টন হোসেন জানান, রাতে তার মা ঘরে বিদ্যুৎ সংযোগের জন্য টুপিন প্লাগ পরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদ হাসান শাওন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে রক্তশুন্যতার ফলে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ পাল জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন