Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পরিবেশ রক্ষায় হরিণাকুন্ডুতে তাল বীজ রোপণ

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বজ্রপাত নিরোধে তাল বীজ রোপন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা, অনাবৃষ্টি, বজ্রপাত নিয়ন্ত্রন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে এ তাল বীজ রোপন করা হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের বিশেষ কমূসূচির আওতায় উপজেলার ফলসী ইউনিয়নের শড়াতলা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ডি টেন বি খালের দু‘ধারে সাড়ে তিন হাজার তাল বীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান রহমান, গোলাম মোস্তফা, নাজমুল হুদা পলাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, উপজেলা স্কাউটস সম্পাদক মাসুদুল হক টিটো ও স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন