মহেশপুর সীমান্তে শিশু ও নারীসহ আটক ৬

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশু ও নারীসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (২১ সেপ্টেম্বর) ৫৮ বিজিবির শ্যামকুড় বিওপির টহল দল শ্যামকুড় গ্রামের টাংগাইল পাড়া থেকে তাদেরকে আটক করে।

আটকৃতরা হলেন, খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামের মৃত পদ্দলাল ঘোষের ছেলে কল্লোল ঘোষ(৪০), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার জামাল শেখের মেয়ে মৌসুমি বেগম(২৬), কিশোরগঞ্জ জেলার মোহাম্মদপুর সদর থানার দুলাল শেখের মেয়ে বন্যা খাতুন(১৯), নড়াইল জেলার কালিয়া থানার খোড়লিয়া গ্রামের সজিব হোসেনের স্ত্রী নারগিস বেগম(৪০) ও তাদের শিশু ছেলে বিশাদ(৭) ও ময়মনসিংহ জেলার ভালুকা সদর থানার মহিউদ্দিনের কন্যা সীমা খাতুন(২৭)।

এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। সোমবার তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে বিজিবি সূত্রে জানা

 

খুলনা গেজেট / এমএম / এম কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন