বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মহেশপুরে টাকা মোবাইল ও গহনা চুরি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শিশুতলা চাঁদপুর পাড়ার আবু কালাম আজাদের বাসা থেকে দু’টি মোবাইল ফোন, স্বর্ণের গহনা ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ এক লাখ টাকা চুরি করেছে।

মোঃ আবু কালাম আজাদ জানান, গত শনিবারে তারা বাসা থেকে সবাই ঢাকায় বেড়াতে যায়, ঢাকা থেকে বাসায় ফিরে এসে দেখে কে বা কারা তাদের ঘরের দরজা ভেঙ্গে ঘর থেকে নগদ টাকা এবং দুইটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে মহেশপুর থানায় পৃথক পৃথক দু’টি জিডি হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন