Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু শহরের তেতুলিয়া মোড় এলাকা থেকে ইয়াবাসহ বাপ্পী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর একটি দল ৫২ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বাপ্পী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আইজাল হোসেনের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন জানান, হরিণাকুন্ডু শহরের তেতুলিয়া মোড় এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালান। পরে সেখান থেকে ৫২ পিচ ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন